Take a fresh look at your lifestyle.

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক-বরিশালে তিন ছাত্রীকে স্কুল থেকে ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক:

৩০

ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে টিকটক করার দায়ে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাড়পত্র পাওয়া তিন শিক্ষার্থীই নবম শ্রেনীর ছাত্রী।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান জানান, নবম শ্রেনীর ঐ তিন ছাত্রী স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াতেন এবং টিকটকে ব্যস্ত থাকতেন। এছাড়াও শ্রেনী শিক্ষকদের দেওয়া মতামতে তাদের ক্লাস পারফমেন্সও নূন্যতম ছিলো না। আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে উত্থাপন করি এবং ছাড়পত্র দেওয়া হয়।

তিনি বলেন আমাদের কঠোর হতে হয়েছে কারন তাদের নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের উপর পরতে পারে। তখন বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা লঙ্ঘিত হবে। কারন তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও চাইবে ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে। এজন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.