অনলাইন ডেস্ক: খুলনায় অপহরণের ২৪ দিন পর মা ও শিশুকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।
রবিবার (২০ মার্চ) র্যাব -৬ এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত অহিদুর ৩৮ নম্বর আদর্শ মহল্লা মেসের সড়কের শিপইয়ার্ড এলাকার মৃত আব্দুর হামিদ চৌধুরীর ছেলে।তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভিকটিম তার চার বছরের শিশু সন্তানসহ ঢাকা থেকে খুলনায় তার বড় বোনের বাসায় বেড়াতে আসছিলেন। পথে অহিদুর ইসলাম সোহেল (৩২) নামের এক যুবকসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাকে অপহরণ করে। অহিদুর শিশু সন্তানকে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই নারীকে ধর্ষণ করে।
ভিকটিমের স্বামী এ বিষয়ে র্যাব একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এ ধারাবাহিকতায় ১৯ মার্চ ভিকটিমসহ অপহরণকারীকে খুলনা সদরের শিপইয়ার্ড এলাকা থেকে আটক করে, উদ্ধার করা হয় মা ও শিশুকে।
র্যাব কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত ও উদ্ধার ভিকটিমদের কেএমপির সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহরণ হওয়া নারীর স্বামী মামলা করেছেন।