নিজস্ব প্রতিবেদকঃ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশালে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
শনিবার রাত ১১টা ১০ মিনিটে নগরীর ওয়াপদা কলোনীস্থ মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনীর টর্চার সেল ও বধ্যভূমি চত্ত্বরে মোমবাতি প্রজ্জলন করা হয়।
বরিশালের সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়।