বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদীর বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়, সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের চক্ষু সেবা ক্যাম্প ও উপজেলা হাসপাতালে ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব।
এসময় উপস্থিত ছিলেন ন্যশনাল আই কেয়ার হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম প্রমুখ।