Take a fresh look at your lifestyle.

চাঁদাবাজি মামলায় বহিঃষ্কৃত দুই ওয়ার্ড আ’লীগ নেতা শেখর দাস ও খোকন কারাগারে

৩৬

স্টাফ রিপোর্টার: বরিশালে চাদাঁবাজি মামলায় বহিঃষ্কৃত দুই ওয়ার্ড আওয়ামী-লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার (২ জুলাই) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব এই তথ্য নিশ্চিত করেছে। বহিঃষ্কৃত ওই দুই ওয়ার্ড আওয়ামী-লীগ নেতা হলো, নগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শেখর দাস, ও একই ওয়ার্ডের মহিউদ্দিন খোকন। এরা দুজনেই আওয়ামী-লীগ থেকে বহিঃষ্কৃত ও বর্তমান সিটি কর্পোরেশনের মেয়রের অনুসারী।

আদালতের বেঞ্চ সহকারী রাজিব বলেন, গত ১৩ এপ্রিল নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দা হালিম শাহ’র ছেলে তারেক শাহ চাদাঁবাজির অভিযোগে শেখর দাস ও মহিউদ্দিন খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর মঙ্গলবার ওই দুই আসামি জামিনের প্রার্থনা করে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

বরিশাল স্পীডবোট ঘাটের লাইন ইনচার্জ তারেক শাহ বলেন, স্পীডবোট ঘাটের লাইন পরিচালনা করি আমি তাই প্রায়ই ওই দুজন আমার বিভিন্ন সময় চাঁদা দাবি করতো।  এবিষয়ে আমি আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলার তদন্ত রিপোর্ট শেষে আসামিদের জেল হাজতে প্রেরণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.