নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে দীর্ঘদিন যাবত একই বাড়ির চাচিকে উত্যাক্তের ঘটনায় সেন্টু সিকদার (৩০) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ।
বখাটে সেন্টু ঐ গ্রামের বারেক শিকদারের ছেলে। ভুক্তভোগী ঐ নারী অভিযোগ করে বলেন, দীর্ঘ তিন বছর যাবত একই বাড়ির পার্শ্ববর্তী ঘরের চাচাতো ভাসুর বারেক শিকদারের ছেলে সেন্টু শিকদার তাকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করে আসছিলো। এতোদিন বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোন ভাবেই সেন্টুর উত্যাক্তের হাত থেকে রক্ষা পাচ্ছিলামনা।
নিরুপায় হয়ে গতকাল সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত আসামীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।