Take a fresh look at your lifestyle.

জাতীয় শিশু দিবসে বিসিসি’র বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

২০

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বরিশালে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে থেকে শুক্রবার বিকেলে এই র‌্যালি বের হয়। এরপর র‌্যালিটি লঞ্চঘাট থেকে আমতলার মোড়, নথুল্লাবাদ হয়ে সদর রোড দিয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

এসময় লাল-সবুজ রঙের ক্যাপ পরে সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বাইসাইকেল র‌্যালির উদ্বোধন করেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় র‌্যালিতে আরও অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু ও রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.