Take a fresh look at your lifestyle.

ডেঙ্গু প্রতিরোধে বরিশালে সড়কে মশারি টাঙিয়ে  ব্যতিক্রমী প্রচারণা

১৬

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধে বরিশালে সড়কে মশারি টাঙিয়ে  ব্যতিক্রমী প্রচারণা করেছে শিশু সংগঠন লাল সবুজ সোসাইটি।

৫ আগস্ট,শনিবার ১১টায় নগরীর সদর রোড অশ্বিণী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করে বেসরকারী শিশু সংগঠন লাল সবুজ সোসাইটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন, লাল সবুজ সোসাইটির সদস্য মোঃ রফিক, আফরোজা সুরভী, রিফাত হাসান, ইমন, আসিফ ইকবাল জুবায়ের ও মোহাম্মদ হাসিবুল প্রমুখ।

কর্মসূচি চলাকালে সংগঠনের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে হ্যান্ডমাইকের মাধ্যমে তা নগরবাসীকে জানান। এসময় তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

বক্তারা বলেন, ব্যক্তিগত পর্যায়ে সচেতনতার অংশ হিসেবে ঘর বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরতে হবে। এছাড়া পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পাশাপাশি সবাইকে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি যুক্ত হতে হবে।

বক্তারা আরও বলেন, ঘরে ও আশেপাশের যেকোনো পাত্রে বা জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এগুলো পরিষ্কার রাখতে হবে। অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগের আহ্বান জানান তারা

Leave A Reply

Your email address will not be published.