Take a fresh look at your lifestyle.

তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই

২৭

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ডিআইজি কাপ অনুর্ধ ১৪ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

১২জানুয়ারী,রবিবার বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে ফরমার ক্রিকেটার্স ক্লাব’র আয়োজনে ও বরিশাল রেঞ্জ পুলিশের সার্বিক সহযোগীতায় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম’র সভাপতিত্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে ডিআইজি কাপ অনুর্ধ ১৪ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিসসহ অসংখ্য খেলায় বরিশালের ছেলে-মেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। বরিশালের অনেক সন্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন দেশ-বিদেশে। অভিভাবকদের বলবো আপনারা আপনাদের সন্তানদের পড়াশুনার পাশাপশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবেন। আজকের এই তরুণরাই আগামীদিনে দেশের হয়ে বিভিন্ন খেলায় জয় আনবে।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, ১০ম এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন, আরআরএফ কম্যান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আবদুস সালাম, পুলিশ সুপার মো.শরিফ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.