Take a fresh look at your lifestyle.

নগরীতে রাস্তায় দেয়াল তুলে চলাচলে প্রতিবন্ধকতা, বিসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

২৯

বরিশাল নগরীর স্বরোড নতুন বাকলার পিছনে জনসাধারণের চলাচলের রাস্তায় দেয়াল তুলে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের অভিযানে ওই দেয়াল অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শকের দায়িত্বে থাকা তাজমির হোসেন বাপ্পীসহ অভিযানে অংশ নেয়া অন্যান্যদের বরাত দিয়ে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বরোড নতুন বাকলার পিছন এলাকার জনৈক সহিদুল আলম মাতুব্বর জনসাধারণের চলাচলের রাস্তা আটকে একটি দেয়াল নির্মান করেন। এব্যাপারে ভুক্তভোগী স্থানীয়রা লিখিত আকারে কর্পোরেশনে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর উচ্ছেদ শাখা থেকে ওই অবৈধ দেয়াল অপসারনের জন্য শহিদুল আলম তালুকদারকে নোটিশ প্রদান করা হয়।

কিন্তু তিনি এতে কোন ভ্রুক্ষেপ না করায় তাকে চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। তাতেও সে কোন পদক্ষেপ না নেয়ায় বিসিসি’র পরিচালিত এক অভিযানে ওই দেয়াল অপসারণ করে জনগনের চলাচলের পথ উন্মুক্ত করে দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.