নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করছে কেন্দ্রিয় ছাত্রলীগ ও বরিশাল মহানগর ছাত্রলীগ।
শুক্রবার বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তারা।
বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাসের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্বাচনী প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সংসদের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোলাইমান ইসলাম মুন্না, উপ মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক সিথিমা সেন, সরকারী বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বরিশাল মহানগর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক ইশান আহম্মেদ বাবু্।
এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, আমরা বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও বরিশাল মহানগর ছাত্রলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের ইভিএম সম্র্পকে অভহিত করছি ও প্রচারনা চালাচ্ছি এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরছি।