Take a fresh look at your lifestyle.

নিরাপদ সড়কের দাবীতে নগরীতে প্রতিবাদ সমাবেশ

২৩
নিজস্ব প্রতিবেদকঃ বাস চাপায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম ও ব্রজমোহন কলেজ শিক্ষার্থী স্বর্ণা আক্তার সিমি’র আহতের প্রতিবাদে নিরাপদ সড়কের দাবীতে নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২নভেম্বর,শনিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর সদর রোড বিবির পুকুর পাড়ে বরিশালের প্রগতিশীল নাগরিক সমাজের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সড়ক অনিরাপদ এখানে কারো জীবনের নিরাপত্তা নেই। শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল সহ সকল প্রতিষ্ঠানের সামনে গাড়ির গতি নিয়ন্ত্রনের দাবি জানান তারা। সভায় বক্তারা আরও দাবী করেন যে, দেশে যখন নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হচ্ছে সেই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এমন ঘটনা আমাদের হতবাক করে। তাই জরিমানা বা অর্থ আদায়ের মাধ্যমে নিরাপদ সড়ক অর্জিত হবে না; বরংচ লাশের মিছিল আরও দীর্ঘ্য থেকে দীর্ঘ্যতর হবে। সড়ক আইন পরিমার্জন সহ আইনের যথোপযুক্ত প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই সড়ককে মানব উপযোগী করা সম্ভব।

তাই অনুকরণে নয়, বরংচ সড়ক বিভাগে শিক্ষিত জনবল নিয়োগ, জনবান্ধব আইন ও তার প্রয়োগের দাবী জানান বক্তারা।
বরিশালের প্রগতিশীল নাগরিক সমাজের প্রতিনিধি কাজল দাসের সভাপতিত্বে ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ব্রজমোহন কলেজ শাখার সদস্য সচিব হুজাইফা রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন বরিশাল সংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্ত্তী, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান, বিএম কলেজ শাখার ইমরান ফরাজি, ছাত্র ইউনিয়ন বিএম কলেজ সংসদের অনুপ রায় অর্নব সহ আরও অনেকে।
এছাড়াও সংহতি জানিয়েছেন সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষার্থী অর্নব মুবিন, হুসাইন আল সুয়ান, আবু বকর সিদ্দিক, সরকারি আলেকান্দা কলেজ শিক্ষার্থী আবু বকর সিদ্দিক নবীন, সরকারি বরিশাল কলেজ শিক্ষার্থী কে এম মহিবুল্লাহ, ইমাম হোসেন, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম শিহাব প্রমুখ।
Auto House

Leave A Reply

Your email address will not be published.