Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফলে সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে আনন্দর‍্যালী

২৪

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরীতে আনন্দর‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি সোহেল চত্ত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এ সময় র‍্যালীতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি, এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সহ-সভাপতি ও বিসিসি প্যানেল মেয়র গাজী নইমুল ইসলাম লিটু, প্যানেল মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব,সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহম্মেদ মান্না,সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ বরিশাল জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এ র‍্যালীতে অংশ নেন।

এসময় নেতাকর্মীরা উন্নয়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। র‍্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।##

Leave A Reply

Your email address will not be published.