Take a fresh look at your lifestyle.

বরিশালের ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি রোবট ‘পদ্মা’র উদ্ধোধন।

নিজস্ব প্রতিবেদক:

৬০

স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তব আর তেমনি বাস্তব বরিশালের ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি রোবট পদ্মা।

বরিশালের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবন রোবট পদ্মা।

 ২৮ জুন, মঙ্গলবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) এর কনফারেন্স হলে রোবট ‘পদ্মা’ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। রোবটটির নাম রাখা হয়েছে ‘রোবট পদ্মা’।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, জাতির পিতা আমাদের স্বাধীন ভূখণ্ড দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। ইউজিভির শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ফল হচ্ছে এই রোবট ‘পদ্মা’।

তিনি আরোও বলেন, এই রোবট‌টি তৈ‌রি‌তে যারা কাজ ক‌রে‌ছেন, মেধা খা‌টি‌য়ে‌ছেন সেই পু‌রো টিম‌কে ধন‌্যবাদ জানাই। ব‌রিশা‌লের ম‌তো জায়গায় আমরা পি‌ছি‌য়ে নেই সে‌টিই এর প্রমাণ। আর এ রোব‌টের মা‌ঝে আধু‌নিক অনেক কিছুই আছে। এটি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং পদ্মা‌সেতু নি‌য়ে কথা বল‌ছে। আমি বিশ্বাস ক‌রি গ‌বেষণার ক্ষে‌ত্রে এই রোবট ও ডিপার্টমেন্ট অগ্রনী ভ‌ূমিকা রাখ‌বে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল লাকী দাস, বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান খান, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ সাংবাদিক, সুধী জন, শিক্ষক শিক্ষার্থীরা।

শুরুতে রোবটের তথ্য এবং ইতিবৃত্ত সবার সামনে উপস্থান করা হয় পরে রোবট পদ্মার বিভিন্ন কার্যক্রম দেখেন অতিথিরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.