বরিশাল প্রতিনিধি : বরিশালে আর্মড পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
নগরির বান্দ রোডস্থ আবাসিক হোটেল চারু তে অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৪) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম।আর্মড পুলিশ ব্যাটালিয়নের এস আই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।
এস আই হারুন অর রশিদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বরিশাল নগরীর নগরির বান্দ রোডস্থ আবাসিক হোটেল চারুর ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানার কান্দসকাঠি গ্রামের মতিয়র রহমানের ছেলে মেহেদী হাসান কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।