Take a fresh look at your lifestyle.

বরিশালে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

১৭

বরিশালে যথাযথ ভাবগাম্ভির্য্য এবং উৎসবমুখর পরিবেশে খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথড্রিল ধর্মপল্লীতে শনিবার রাত ৯টায় প্রার্থনার মধ্যদিয়ে উৎসব শুরু হয়।

রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা চার্চের প্রার্থনায় যোগ দেন। বেলা ১১টার দিকে বরিশাল পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ক্যাথলিক চার্চ পরিদর্শন করে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

খ্রীষ্ট ভক্তরা বলেন, প্রতি বছরের মতো এবারও এসেছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। করোনা মহামারীর কারনে তারা স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করছেন। তারা মহামারী মুক্ত বিশ্ব কামনা করেছেন। এছাড়া যীশু খ্রীষ্টের জন্মদিনে অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থনা করেন। প্রার্থনার মাধ্যমে তারা আগামী একটি বছর ভালো মানুষ হিসেবে পথচলার অনুপ্রেরণা পান।

বিশপ ইম্মান্যুয়েল কানন রোজারিও বলেন, মানুষের মধ্যে ভ্রাতিত্ববোধ বৃদ্ধির মাধ্যমে সম্প্রীতির সমাজ গড়ে উঠার জন্য প্রার্থনা করেছি। পৃথিবীর সব প্রাণের মঙ্গলকামনায় উৎসব উদযাপিত হচ্ছে।

বরিশালে ক্যাথিড্রাল ছাড়াও, অক্সফোর্ড এবং ব্যাপ্টিস্ট গোত্রের খ্রীষ্টান রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.