Take a fresh look at your lifestyle.

বরিশালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

১০
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 
১৫ অক্টোবর,দুপুরে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে জিলা স্কুল মাঠে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপরিচালক বরিশাল স্থানীয় সরকার  গৌতম বাড়ৈ, উপ-পুলিশ কমিশনার এর প্রতিনিধি, সহকারী কমিশনার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় মোঃ রবিউল হাসান ভূঁইয়াসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ।
সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা কাবাডি, দাবা ও সাঁতার খেলায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.