Take a fresh look at your lifestyle.

বরিশালে চাকুরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের মানববন্ধন

২৫

নিজস্ব প্রতিবেদকঃ বিডিআর বিদ্রোহ ঘটনায় চাকুরিচ্যুত ও কারাদন্ড প্রাপ্ত সদস্যদের পুনর্বহাল, স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

১২জানুয়ারী,রবিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে চাকুরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর বরিশালের ব্যানারে এ কর্মসূচি হয়।

চাকুরীচ্যুত হাবিলদার শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, অবৈধ আইন পাশ করে প্রহসনের বিচারের মাধ্যমে নির্দোষ সদস্যদের চাকুরিচ্যুত ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে তদানীন্তন সরকার।

এ সময় ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন বক্তারা। একইসঙ্গে বন্দী বিডিআর সদস্যদের মুক্তির পাশাপাশি সকল পর্যায়ের বিডিআর সদস্যদের চাকুরিতে পুর্ণবহালের দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের পরোক্ষ মদদে পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। তখন সমগ্র বিডিআরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারের সংশ্লিষ্টতা আড়াল করার অভিপ্রায়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে অনেক বিডিআর সদস্যদেরকে এক সাজানো আদালতের মাধ্যমে চাকুরিচ্যুত, বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং জরিমানা করা হয়। সাজানো আদালতে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগে বাঁধা প্রদান করা হয়। ফলে আসামিরা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাকরিচ্যুত সিপাহী আতাউর রহমান, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, চাকরিচ্যুত সিপাহী আতিকুর রহমানের বোন নুসরাত জাহান, চাকরিচ্যুত সিপাহী লুৎফর রহমান, চাকরিচ্যুত সিপাহী লিটু দাস’র বোন বিচিত্রা দাস সহ চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.