বরিশালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
নিজস্ব প্রতিবেদক:
বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ মধ্য দিয়ে তাদের স্মরণ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
এর পরপরই পুষ্পার্ঘ অর্পণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন,মহানগর আওয়ামী লীগেরসহ-সভাপতি এ্যাড আফজালুল করিম, প্যানেল মেয়র গাজী নঈমুল হক লিটু ,প্যানেল মেয়র এ্যাড.রফিকুল ইসলাম খোকন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কর্মীরা ফুলের শ্রদ্ধা জানান।
এছাড়া বিকাল ৩টায় জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।