Take a fresh look at your lifestyle.

বরিশালে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক:

১৪২

বরিশালে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ হয়েছে।

নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উদ্যোগে এ কর্মসূচী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, বরিশালে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ. মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, দেশসেরা যুব সংগঠনের পুরষ্কার পাওয়া সংগঠ আবিষ্কারের নেতা সাইদুর রহমান পান্থ প্রমুখ।

এর আগে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে এসএম আখতারুজ্জামানসহ অতিথিরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে ১৯ জন যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের আওতায় ১১ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

পাশাপাশি তিনজন আত্মকর্মী ও দুই সংগঠকদের মাঝে সম্মাননা প্রদান ও সনদ বিতরণ করেন অতিথিরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.