নিজস্ব প্রতিবেদক : বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ও ৮ পিস জি–মরফিন ইনজেকশন সহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে,বুধবার নগর গোয়েন্দা বিএমপির একটি অভিযানিক টিম নগরীর কাউনিয়া থানাধীন বিসিসি ০৭নং ওয়ার্ডস্থ ছোট মিয়ার গলির প্রবেশ মূখে অভিযান পরিচালনা করেন।
সম্পর্কিত পোস্ট
অভিযান পরিচালনাকালে বিসিসি ০৬নং ওয়ার্ড,কোতয়ালী মডেল থানাধীন গগন গলি, শিশু পার্ক কলোনীর বাসিন্দা মোঃ আশরাফ বাঘার ছেলে মোঃ আসিফ হোসেন বাঘা (২৯) ও রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন, খেজুর বাগ এলাকার বাসিন্দা মৃতঃ আনোয়ার মাস্টার ছেলে মোঃ রাহিম খান (২২) কে ৩০ পিস ইয়াবা সহ আটক করে ডিবি পুলিশ।
অপরদিকে, ডিবি পুলিশের অন্য একটি অভিযানে ৮ পিস জি-মরফিন এ্যাম্পুল ইঞ্জেকশন সহ একজন কে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপির এসআই (নিঃ) মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে একটি টিম ২৫ মে,বুধবার নগরীর কোতয়ালী মডেল থানাধীন ১০ নং ওয়ার্ডের বান্দ রোডস্থ সাউথ কিং চাইনিজ রেষ্টুরেন্ট এর পাশে বরিশাল পাবলিক লাইব্রেরী এর গেটের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে কোতয়ালী মডেল থানাধীন ০৯নং ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দা মৃত: শামসু সওদাগর এর ছেলে মো: ওয়াসিম সওদাগর (৪৩) কে ০৮ পিস এ্যাম্পুল G-Morphine ইনজেকশন সহ আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।