বরিশালে ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাত সদ্যসকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশের ওসি আবদুর রহমান মুকুল।
আটকৃতরা হলো, মাদারীপুর সদর উপজেলার আদিতপুর গ্রামের নুরুজ্জামান কাজী, মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের সম্রাট ও রাজৈর উপজেলার মাছচর গ্রামের বাচ্চু খান।
ওসি আবদুর রহমান মুকুল জানান, বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার সময়ে শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশ থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি রামদা, একটি চাকু, একটি ষ্টীলের সেলাই রেঞ্জ, তালা ভাঙ্গার লোহার যন্ত্র ও একটি ধারালো দা উদ্ধার করে পুলিশ।
ওসি আরো বলেন, আটক নুরুজ্জামান কাজীর বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দর থানায় একটি, মাদারীপুর সদর থানার ২টি, বরিশালের গৌরনদী থানায় একটি ও চুয়াডাঙ্গা সদর থানায় ডাকাতি ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে। অপর ডাকাত সদস্য সম্রাটের বিরুদ্ধে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় দুইটি মামলা রয়েছে।
এই ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।