নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর শীতলাখোলায় দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাঞ্চন উদ্যানের সামনে সকাল দশটা থেকে এই উৎসবের শুরু হয়।
বিভিন্ন এলাকার শত শত লোকজন এতে অংশ নিয়ে হোলি খেলায় মেতে উঠে। ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব হয়ে থাকে। পঞ্জিকার হিসেব মতে আগামীদিন শুক্রবার এই উৎসবের ধার্য্যদিন। তবে একদিন আগেই শীতলাখোলা যুব সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সবধরণের লোকজন এই অনুষ্ঠানে হোলি খেলায় মেতেছে। অংশ নেয়া ব্যক্তিরা বলে, করোনায় টানা দুবছরে দোল উৎসব তারা উদযাপন করতে পারেনি। এবার তাই উৎসবে অংশ নিতে পেয়ে বেশ উপভোগ করছে।
এই উৎসবের অন্যতম উদ্যেক্তা স্বাগতা দাস বলেন, প্রায় দুই মাস আগে থেকেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করি। টি শার্ট বিতরণের কাজ গতকালকে শেষ করি। দোল উৎসবে বাড়তি আনন্দ দিতে চারজন ডিজেও ছিলো এখানে। রঙের খেলায় মেতে ওঠে তরুন তরুনীরা।##