Take a fresh look at your lifestyle.

বরিশালে নকল শিশু খাদ‌্য পন‌্য তৈরী করায় জরিমানা  

নিজস্ব প্রতিবেদক : অন্য কোম্পানির পণ্যের লোগো ব্যবহার করে নকল পণ্য বাজারজাত করার লক্ষ্যে প্রস্তুত করে মজুদ করার অপরাধে একটি ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার,২০এপ্রিল বরিশাল নগরীর সাগরদী টিয়াখালী সড়কের গাবতলা এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
অভিযানে ফ্যাক্টরি মালিক মোঃ জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, জুয়েল তালুকদার তার ফ্যাক্টরিতে প্রাণ কোম্পানীর রোবো নামের একটি শিশু খাদ্যর প্যাকেটের মনোগ্রাম ব্যবহার করে নকল পন্যটি উৎপাদন করছিলো। যা বাজার জাত করায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা ও নকল পণ্যগুলো ধ্বংস করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং র‍্যাব-৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.