Take a fresh look at your lifestyle.

বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

১৬

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর নির্মাণাধীন ভবন বরিশাল সিটি সুপার মার্কেট ৩য় তলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ নভেম্বর,বুধবার সকাল ১১ টায় ঘটনাটি ঘটেছে। নিহত শিশু ইয়ামিন (১০) নগরীর সদর রোড হাওলাদার লেন গল্লির মহুরী বেল্লাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চায়ের দোকনদার বিউটি বেগম শিশু ইয়ামিনকে রক্তত অবস্থায় ভবনের নিচে পরে থাকতে দেখে তার পরিবারের স্বজনকে খবর দিলে তারা এসে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহতর বাবা বেল্লাল বলেন, সিটি সুপার মার্কেটের পাশে আমার বাসা সেই সুবাধে প্রতিদিনের মত আজও আমার ছেলে ইয়ামিন ভবনের তিন তলায় খেলতে উঠেছে। পড়ে সেখান থেকে কিভাবে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে সেটা আমি জানি না। স্থানীয়দের কাছ থেকে শুনেছি তিন তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা অফিসার ইনর্চাজ (ওসি) বলেন, সিটি সুপার মার্কেট তৃতীর থেকে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি সঠিক। তবে পরিবার থেকে মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.