স্টাফ রিপোর্টার: বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ৪ কেজি গাঁজা সহ ২ জন কে আটক করা হয়।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউপির পশ্চিম পাংশা সাকিনস্থ “ইউরেকা পলিটেকনিক ইনস্টিটিউট” এর সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে আটক হন ০১। মোঃ সোহেল হাওলাদার (৩০), পিতা- মোঃ আলী আকবর হাওলাদার, মাতা-মোসাঃ আকলিমা বেগম, সাং-আহম্মদ মোল্লা সড়ক, তাজকাঠী, দক্ষিণ সাগরদী, রুপাতলী, ০২। মোঃ মামুন হাওলাদার (৩৫), পিতা- মোঃ ইউসূফ হাওলাদার, মাতা-মমতাজ বেগম, সাং- হাওলাদার বাড়ী, বরফকাঠী, জোরকাঠী, থানা- নলছিটি, জেলা-ঝালকাঠী।
থানাসূত্রে জানাযায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।