Take a fresh look at your lifestyle.

বরিশালে পু‌লিশী বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড।

২৮
নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল কিন্তু পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ‌নিবার বেলা ১১ টায় ব‌রিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
বরিশাল মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট  আখতারুজ্জামান শামিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ নেতৃবৃন্দ।
পরে একই স্থানে মহানগর ছাত্রদ‌লের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতারা।
এর আগে বিক্ষোভ সমাবেশকে সফল করতে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে জড় হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থে‌কে সদর রোডের দিকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের বাঁধায়  মিছিলটি পন্ড হয়ে যায়।
ব‌রিশাল মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নি ব‌লেন, সব প্রোগ্রা‌মেই আমা‌দের পু‌লিশ বাধা দি‌চ্ছে। চেষ্টা ক‌রে‌ছি মি‌ছিল করার, ত‌বে শেষ পর্যন্ত পা‌রি‌নি।
ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, জন‌ভোগা‌ন্তি এড়া‌তে সড়‌কে মি‌ছিল কর‌তে দেয়া হয়‌নি।

Leave A Reply

Your email address will not be published.