বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কাটা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে নগরীর সদর রোডের শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি উদ্যাপন করা হয়।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়নসহ আগামী নির্বাচনগুলোতে এক হয়ে নৌকাকে বিজয়ী করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল ৩টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।