নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ১০ বোতল ফেন্সিডিলসহ ফাতেমা বেগম (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বরিমাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
নগরীর সিঅ্যান্ডবি রোড থেকে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। ফাতেমা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার জাফর হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদে সিঅ্যান্ডবি রোডের সদর ও জনপদ অধিদপ্তর কার্যালয়ের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।