নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে ভিত্তি স্থাপন করা বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারের সংস্কার ও নান্দনিক সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার বিকেলে শহিদ মিনারে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মেয়র পত্নী লিপি আব্দুল্লাহ , প্যানেল মেয়র গাজী নঈমূল হোসেন লিটু , প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও মুক্তিযোদ্ধা সৈয়দ দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৩ সালের ৩ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ঐতিহাসিক এই শহিদ মিনার সম্পর্কে আমাদের আগামী প্রজন্মকে জানাতে হবে। তাদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে এই শহিদ মিনার সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠ্যবইতে যুক্ত করার দাবি জানান বক্তারা।