Take a fresh look at your lifestyle.

বরিশালে বিএনপির সমাবেশে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

১৩
বরিশালে বিএনপির সমাবেশে মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
২৫ জানুয়ারি,বুধবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।
গণতন্ত্র হত‌্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিএন‌পির সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলার পর বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের দ্বন্দ্ব হয়। এই নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই জনের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সামনে এ ঘটনা ঘটে।
পরে বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মী পর্যায়ের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.