নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ০৯ কাউন্সিলরসহ আওয়ামীলীগের ১২ নেতাকর্মী কে কারাগারে প্রেরন করেছে আদালত।
১ অক্টোবর,মঙ্গলবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জন কাউন্সিলর আত্মসমর্পণ করেন জামিন প্রার্থনা করে।বিচারক আশরাফ উদ্দিন জামিন না মঞ্জুর করে ০৯ কাউন্সিলর কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান,বরিশালে বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ সহ পৃথক তিনটি মামলায় উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেয়া ছিলো আসামীদের। মঙ্গলবার ১০ কাউন্সিলরসহ ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বাদী ও বিবাদীর আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক ৯ জন কাউন্সিলর সহ আওয়ামীলীগের ১২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
কারাগারে পাঠানো কাউন্সিলররা হলেন- সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েত হোসেন রনি, খান মোহাম্মদ জামাল, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।
আসামি পক্ষের আইনজীবী আফজালুল করিম বলেন, এ মামলায় হাজির হওয়া আসামিদের জামিনের আবেদন করেছিলাম আমরা কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন। তাই এ নির্দেশনার বিপরীতে আমরা উচ্চ আদালতে আপিল করবো।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন।#