নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাঙারপোল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ সিকদার সেন্টু (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পেশায় হোটেল ব্যবসায়ী যুবক নিজের অটোরিকশায় বুধবার বিকালে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঘটে। ওই এলাকার আসলাম সিকদারের ছেলে সোহাগ সিকদার সেন্টু স্থানীয় একটি খাবার হোটেল পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন সোহাগ সিকদার সেন্টুর একটি ভাড়ায়চালিত অটোরিকশা আছে। সেটি বুধবার বিকেলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন। এসময় স্বজনেরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করেছেন