নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয় র্শীষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় সভা কক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয় র্শীষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড সহ সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথির মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।