উত্তপ্ত হয়ে উঠেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি।
শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা পার্কে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের একাংশের নেতা কর্মীরা। এসময় তারা লাঠিসোটা নিয়ে সংসদ সদদ্যের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
সম্প্রতি মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্তের) সাথে সংসদ সদস্য পঙ্কজ নাথের মোবাইল কথোপকথন ভাইরাল হলে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ কথোপকথনে সংসদ সদস্য মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খানকে কোপানোর কথা বলা হয়। এই ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মাইদুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে হয়। যেখানে তিন শতাধিক লোক লাঠিসোটা নিয়ে প্রতিবাদ সমাবেশে মিছিলে অংশ নেয়।
এই মিছিল থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল পাল এবং ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক শাহাবুদ্দিন হিমুর বাসার সামনে পটকা ফাটায়। ভাংচুর করা হয় একটি অটো রিক্সা এবং চালককে মারধর করে মিছিলকারীরা।