Take a fresh look at your lifestyle.

বরিশালে শিক্ষার্থীদের মাঝে “ফর এভার লিভিং সোসাইটি’র” খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পুলিশের অনুপস্থিতিতে সড়ক মহাসড়কের শৃংখলা রক্ষায় নিয়োজিত থাকা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে ফর এভার লিভিং সোসাইটি।

বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে ঘুরে ঘুরে এই খাবার ও পানি বিতরণ করে তারা।

প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের হাতে গড়া সমাজসেবামূলক সংগঠন ফর এভার লিভিং সোসাইটির কর্মীরা বেলা ১২টায় নগরের চৌমাথা এলাকা থেকে এই খাবার বিতরণ শুরু করে। পরে নগরের প্রায় সবগুলো ট্রাফিক পয়েন্টে থাকা শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয় ওই খাবার। সড়কের শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা শিক্ষার্থীরাও এসময় সোসাইটির কর্মীদের ধন্যবাদ জানান।

সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল হোসেন তাপস বলেন, ‘আগুন হয়ে ফুসে ওঠা শিক্ষার্থীরা অচলায়তন ভেঙ্গে আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। তারা এখন পথে নেমেছে রাষ্ট্রের সংস্কারে। সমাজের সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের সাথে মিশে আমাদের এটা স্রেফ একটা ক্ষুদ্র প্রচেষ্টা। শিক্ষার্থীরা দেশের সংস্কার করুক এটাই আমাদের চাওয়া।’

 

Leave A Reply

Your email address will not be published.