Take a fresh look at your lifestyle.

বরিশালে শিল্প কলকারখানাসহ আধুনিক বরিশাল গড়ে তোলা হবে: জাহিদ ফারুক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

১০

স্টাফ রিপোর্টার: বরিশালে শিল্প কলকারখানাসহ ইপিজেড গড়ে তোলা হবে, সেখানে আপনাদের ছেলে-মেয়েরা চাকরির সুযোগ পাবে। বুধবার অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা মহিলা লীগের আয়োজনে মহিলা শ্রমিক লীগের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন বরিশাল সদর ৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

 

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ থেকে আন্তরিকভাবে বরিশালকে গড়ে তোলার জন্য কাজ করছেন। সেই কারণে আমাদের উচিত হবে পুনরায় নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা।

 

তিনি বলেন, আপনারা ভালো করেই জানেন, আমি গত ৫ বছরে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করে গেছি। আমি কোনো টিআর, কাবিখা থেকে ১ পয়সাও গ্রহণ করিনি।

 

তিনি আরও বলেন, আপনাদের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা বরিশালকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলবো। বরিশালে কোনো সন্ত্রাস দেখতে চাই না।

 

এসময় ১ ও ৩ নং ওয়ার্ডের  বিভিন্ন নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.