Take a fresh look at your lifestyle.

বরিশালে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ আগষ্ট,শনিবার সকাল ১০ টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে এই নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচিতে অংশ গ্রহন করে সনাতনী বিদ্যার্থী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্য খৃষ্টান ঐক্য পরিষদ, ইসকন সহ সকল সমমনা সংগঠন।
সমাবেশের সমন্বায়ক কিশোর বালা বলেন, সরকার পতনের পর থেকে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ধর্মীয় উপসনালয়, ঘরবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট সহ নানা নৈরাজ্য চলছে। বিগত দিনেও যতবার দেশে নির্বাচন বা এধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে ততবার সংখ্যালঘুদের ওপর এমন নির্যাতন এর দৃশ্য দেখা গেছে।
 তাই এই প্রতিবাদী সমাবেশ এর মাধ্যমে তারা অন্তর্বতীকালীন সরকারের কাছে যারা এধরনের কাজে জড়িত তাদের বিচার দাবি জানান। একই সাথে ভবিষ্যতে এমন ঘটনার যাতে পুনারাবৃত্তি না ঘটে সেজন্য সংখ্যা সংখ্যালঘুদের সুরক্ষায় স্থায়ী নিতিমালা প্রনয়নের দাবী জানিয়েছেন।
এসময় প্রতিবাদকারীরা এমন নিপীড়ন বন্ধ না হলে ৮ দফা দাবী উপস্থাপন করে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।  
আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূর্জা উদযাপন পরিষদ বরিশাল মহানগর শাখার সভাপতি ভানু লাল দে, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ সভাপতি বিশ^জিৎ ঘোষ বিশু, জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক গবিন্দ্র সাহা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে তারা একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে পূনরায় অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.