বরিশাল প্রতিনিধি: এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক বেতন ৫% বৃদ্ধি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান শিক্ষকরা।
এসময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, আব্দুল মালেক, আসাদুল আলম আসাদ, দাস গুপ্ত আশীষ কুমারসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে।
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান করতে হবে। বছরে দুই বার ২৫% উৎসব ভাতা ও মাসিক ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান জরুরী হয়ে পড়েছে। এছাড়া বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তণ দ্রুত বন্ধের দাবি জানান বক্তারা।