ডেস্ক নিউজ: বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১২ কেজি গাজাঁসহ আটক ৩ মাদক ব্যাবসায়ী।
বিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ১৭ মার্চ,বৃহষ্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে পটুয়াখালী জেলার দুমকি থানাধীন ০৭ নং ওয়ার্ডস্থ আঠারোগাছিয়ার শহিদুল ইসলাম মাতুব্বর এর ছেলে মোঃ শাকিল (২১) এবং আকবর হাওলাদার এর ছেলে নাঈম হাওলাদার(২০) কে ০২ কেজি গাজাঁসহ আটক করেন।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে অপর সহযোগী বর্ণিত এলাকার ইউসুফ সরদারের পুত্র মোঃ বিল্লাল সরদার(৩০) কে বিএমপি এয়ারপোর্ট থানাধীন বরিশাল ক্যাডেট কলেজের সামনে থেকে ১০ কেজি গাজাঁ ভর্তি ট্রাভেল ব্যাগ সহ আটক করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।