Take a fresh look at your lifestyle.

বরিশালে ১৫ বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী বুলেট সহ দুই সহযোগী আটক । 

৪৭
নিজস্ব প্রতিবেদক:
বরিশালে ডিবি পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত  মাদক ব্যাবসায়ী বুলেট সহ তার দুই সহযোগী আটক। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন  পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে নগর গোয়েন্দা বিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ শাহাজাহান এর নেতৃত্বে একটি  টিম নগরীর এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯নং ওয়ার্ডের লাদের সড়কস্থ মুজাফ্ফর আলী সড়কের সংযোগস্থলে রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে  ১৫ বোতল ফেনসিডিল সহ ষশোর জেলার, শার্শা থানাধীন ময়রাবাড়ি গ্রামের বাসিন্দা মৃতঃ ইসহাক মন্ডল এর ছেলে মোঃ জাফর বাবুর্চি (৪৪) ও সাতক্ষীরা জেলার,কলারোয়া থানাধীন রামভদ্রপুর গ্রামের বাসিন্দা মৃতঃ ইমাম সরদার এর ছেলে  মোঃ আলী হোসেন (৪১) কে আটক করেন ডিবি পুলিশ।
উভয়ের দেয়া তথ্যমতে ,কোতয়ালী মডেল থানাধীন নজরুল ইসলাম সড়কস্থ টিএন্ডটি অফিসের গোটের সামনে অভিযান পরিচালনা করে অপর সহযোগী চিহ্নিত  মাদক ব্যাবসায়ী মাছুম খান  বুলেট  (৩৯) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। মাদক ব্যাবসায়ী বুলেট বরিশাল কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউনিয়নের খানাবাড়ীর বাসিন্দা মৃতঃ মোঃ আলী হোসেন খানের ছেলে।
পুলিশ আরো জানায়, মাদক ব্যাবসায়ী বুলেটের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 
এ-সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Auto House

Leave A Reply

Your email address will not be published.