আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের বাজার দর স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় নগরীর ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। রবিবার সকালে নগরীর পোর্ট রোড ও হাটখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় সয়াবিন তেল, পেঁয়াজ-রসুন, হলুদ-মরিচ, মসলা ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক শাহ সোয়াইব মিয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের বাজার মূল্য তালিকা না থাকায় পোর্ট রোড ও হাটখোলা এলাকার ৮টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।