বরিশালে কেক তৈরীতে মেয়াদবিহীন রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরী করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে নগরীর বিএম কলেজ রোডের কেক প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রি এস পেস্টি শপে এই অভিযান পরিচালনা করা হয়।
লাকি দাস বলেন, বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয় নগরীতে। থ্রি এস পেস্ট্রিশপকে বিএসটিআই এর লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে মেয়াদবিহীন রঙ ব্যবহার এবং অপরিষ্কার পরিবেশে পণ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মেয়াদবিহীন কেমিকেল ও রঙ ধ্বংস করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, জনস্বার্থ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।