নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মেহেদী হাসানকে আহ্বায়ক ও অনিকা সিথিকে সদস্য সচিব করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
বুধবার সকালে নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক স্কাইয়া ইসলাম।
কমিটির বাকি সদস্যরা হলেন, বিথী আক্তার, আবু বকর নবীন, মো. মহিবুল্লাহ, জয় সাহা, শোয়েবুর রেজা চৌধুরী, হৃদি খান, শংকর চন্দ্র, ইরফান খান, সুমাইয়া খান, সাদাব ইসলাম, ভূমিকা সরকার, হাসিবুল আলম, শারমিলা জামান সেজুতি, আরিফ শাহারিয়ার, হুজাইফা রহমান, পলাশ চন্দ্র পাইক, তন্ময় মিত্র, ইমরান ফরাজী, সৌরভ বাইন অর্নব, ইমন আহাদ, মৃত্যুঞ্জয় রায়, মো: মাহফুজ, সৌরভ হাওলাদার, প্রশান্ত রায়, সুজয় শুভ, সিবাত আহমেদ, রাকিব মাহমুদ, ইসরিতা জান্নাত মিম ও নজরুল ইসলাম।
ছাত্র জনতার অভ্যুত্থানের আকাক্সক্ষার শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ কমিটি গঠিত হয়েছে বলে জানান বক্তারা।