নিজস্ব প্রতিবেদক :বরিশাল নগরীর ব্যস্ততম একটি সড়কে প্রাইভেটকার উল্টে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার রাত সাড়ে ৮টায় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় বরিশাল জজ কোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নূরুল আমিন বলেন, লঞ্চ ঘাটের দিক থেকে একটি নীল রঙের প্রাইভেটকার দ্রুত গতিতে কাকলীর মোড়ের দিকে যাচ্ছিলো। এসময় ফজললু হক এভিনিউ এলাকায় জজ কোর্টের সামনে স্পীড ব্রেকারের উপর ওঠার সময় ব্রেক ফেল করে উল্টে যায় গাড়িটি। গাড়িটিতে ড্রাইভার মো: সাগর ছাড়া কেউ ছিলো না। পরে গাড়ির মালিক ঝালকাঠি জেলা সমাজসেবা প্রবেশন অফিসার সাদিয়া আয়শা ঘটনাস্থলে আসে। পুলিশ এসে গাড়িটি আটক করে নিয়ে গেছে।
ড্রাইভার মো: সাগর বলেন, কিভাবে গাড়ি উল্টে গেলো তা বলতে পারছি না।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম বলেন, কিছু সময় ওই লেনে যান চলাচল বন্ধ ছিলো। উল্টে যাওয়া প্রাইভেটকারটি আটক করা হয়েছে।