Take a fresh look at your lifestyle.

বরিশাল শেবাচিম হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

১৫

স্টাফ রিপোর্টার: বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুর রহমান শেখ (২২) নিহত হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইমেজিং ও ডায়াগনস্টিকের জন্য চারতলা
নির্মাণাধীন ভবনে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটছে।

বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আরিফুর রহমান শেখ (২২) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা রবিউল শেখের ছেলে। তিনি ওই ভবনের ওয়েল্ডিং হেলপার হিসেবে কাজ করতেন।

শ্রমিকদের বরাতে ওসি আরিচুল হক বলেন, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.