Take a fresh look at your lifestyle.

বরিশ‍াল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের ইন্তেকাল

শোক বার্তা: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল মৃত্যুবরণ করেছেন

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ( ২ মার্চ) রাত সোয়া ৮টায় ঢাকা বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

কাজী বাবুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি বার্ডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মৃত্যুতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সহ-সভাপতি কাজী আল মামুন ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.