Take a fresh look at your lifestyle.

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

২৫

নিজস্ব প্রতিবেদক: ব‌রিশা‌লে বাংলা নববর্ষ পাল‌নে বিগত বছরগু‌লো‌তে উ‌ল্লেখ‌যোগ‌্য মানু‌ষের উপ‌স্থি‌তিথাক‌লেও এবা‌রে তেমন ভীর নেই বৈশাখ বর‌ণে। সকা‌ল ৭টায় ব‌রিশাল সি‌টি ক‌লেজ চত্ব‌রে চারুকলা ব‌রিশাল এসো হে বৈশাখ এসো এসো সঙ্গীত পরি‌বেশ‌নের মাধ‌্যমে নববর্ষ বরণ উৎসব শুরু হয়।

জাতীয় সঙ্গীত প‌রি‌বেশ‌নের পর অ‌তি‌থি‌দের হা‌তে রা‌খি প‌রি‌য়ে মঙ্গল শোভাযাত্রার উ‌দ্বোধন করা হয়।

মু‌ক্তি‌যোদ্ধাদের নেতৃ‌ত্বে চারুকলার শোভাযাত্রা‌টি নগরীর বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়‌ক থে‌কে শুরু ক‌রে গীর্জা মহল্লা, চকবাজার ও কাটপ‌ট্রি ঘু‌রে পুনরায় সি‌টি ক‌লেজ প্রাঙ্গ‌নে গিয়ে শেষ হয়।

 

এরপর সকাল সা‌ড়ে ৯টায় বিএম স্কুল প্রাঙ্গন থে‌কে মঙ্গল শোভাযাত্রা বের করে উদী‌চি।

মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), এ সময় আরোও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

 

বিএম স্কুল মা‌ঠে সন্তানকে নি‌য়ে বর্ষবরণ অনুষ্ঠান দেখ‌তে এ‌সে‌ছি‌লেন সো‌হেল মাহামুদ। তি‌নি ব‌লেন, বর্ষবর‌ণের অনুষ্ঠান মা‌নেই ভীর ঠে‌লে ঢুক‌তে হ‌বে, ত‌বে এবা‌রে খুব কম সংখ‌্যক মানু‌ষের উপ‌স্থিতি ছি‌লো। চারুকলা ব‌রিশা‌লের মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষ‌দের সমন্বয়ক তমাল রায় ব‌লেন, এবা‌রে প‌বিত্র মা‌হে রমজান থাকায় আমা‌দের আ‌য়োজ‌নে স্বল্পতা ছি‌লো। ত‌বে যতটা সম্ভব আমরা ক‌রে‌ছি। মানুষের উপ‌স্থি‌তি আশা অনুযায়ী হয়‌নি।

Leave A Reply

Your email address will not be published.