Take a fresh look at your lifestyle.

বাংলা নববর্ষ উদযাপনে বরিশালে নানান আয়োজন

২২

নিজস্ব প্রতিবেদকঃ
বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা, তিনদিন ব্যাপী মেলা, বর্ষবরণ অনুষ্ঠানসহ নানান আয়োজনে বরিশালে উদযাপিত হবে পহেলা বৈশাখ।

সকাল সাড়ে ৬টায় ব্রজমোহন (বিএম) স্কুলে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান হবে। সকাল ৭টায় অশ্বিনী কুমার হল চত্বরে বর্ষবরণ অনুষ্ঠান করবে খেলাঘর বরিশাল। ব্রজমোহন স্কুলে সকাল ৮টায় চারুকলা বরিশালের উদ্যোগে মঙ্গলশোভাযাত্রা বের হবে। এর আগে ঢাক ও রাখী উৎসব হবে।

সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্বরে শোভাযাত্রার সমাপনী ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান করবে চারুকলা বরিশাল। এছাড়াও সকাল সাড়ে ৯টায় অশ্বিনী কুমার হলে চিত্রকর্ম প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ তিনদিন ব্যাপী দিনভর মেলা করবে সংগঠনটি।

উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের উদ্যোগে সকাল ১০টায় ব্রজমোহন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। মঙ্গলশোভাযাত্রাটি ব্রজমোহন স্কুল থেকে বের হয়ে উত্তর মল্লিক রোড, হাসপাতাল রোড, সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার ঘুরে লাইন রোড দিয়ে অশ্বিনী কুমার হল চত্বরে শেষ হবে।

মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির সহ-সমন্বয়ক দূর্জয় সিংহ জয় বলেন, শোভাযাত্রাকে রঙিন করতে শিল্পীরা বাঘ, ঘোড়া, পাখিসহ মুখোশ, মুকুট তৈরি করা হয়েছে। এছাড়া নানান আয়োজনের মধ্যদিয়ে এবারও আনন্দ মুখর পরিবেশে দিনটি উদযাপন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.