স্টাফ রিপোর্টার: বিএনপির অফিস পোড়া মামলায় বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে বরিশাল নগরীর বাটার গলির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি তিন মাসের অধিক সময় দায়িত্ব পালন করেছেন।
ওসি মিজানুর বলেন, বরিশাল বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তিনি। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আব্দুল মালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।
প্রসঙ্গতঃ গত বছরের ৪ আগস্ট বরিশাল বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৬০০-৭০০ জনকে।
এদিকে আব্দুল মালেক ২০২৪ সালের ০৮ মে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী সরকার পতনের পর ২০২৪ সালের ১৮ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।